বরগুনা প্রতিনিধি : স্ত্রীর কাছে যৌতুক দাবী করে নির্যাতন করার অভিযোগে দোষী সাব্যস্ত করে স্বামীকে তিন বছর সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী হলো আমতলী উপজেলার পুর্ব চাকামইয়া গ্রামের আবদুল খালেকের ছেলে আবু হানিফ।
রায় ঘোষনার আসামী আদালতে উপস্থিত ছিল। বাদী মোর্শেদা জানান, তার স্বামী ২০১৫ সালে ১৫ অক্টোবর বিকালে তার কাছে ব্যবসা করার জন্য দেড় লাখ টাকা যৌতুক দাবী করে। বাদী যৌতুক দিতে অস্বীকার করায় তাকে বেধড়ক মারধর করে। আদালতে মামলা করলে আসামী বাদীকে নিতে চায় না। সাক্ষী প্রমানে আসামীকে দোষী সাব্যস্ত করে এই দন্ড প্রদান করেন আদালত।
আসামী বলেন, এ রায়ের বিরুদ্ধে তিনি হাই কোর্টে আপীল করবেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এম. মজিবুল হক কিসলু। আসামী পক্ষে ছিলেন আইনজীবী ইসমাইল হোসেন।