Natun Kagoj

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

৫০০ গোলের মাইলফলক মেসির

আপডেট: ০৭ নভে ২০১৬ | ১৬:৩৬

%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার হয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি।

গতকালর রবিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মেসি ও লুইস সুয়ারেজের গোলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

এই গোলের ফলেই ক্যারিয়ারে নিজের ৫০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর।  মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়ে অনেকটাই বিধ্বস্ত বার্সেলোনাকে মূলত লড়াইয়ে ফেরান মেসি।

ম্যাচ শেষে বার্সা বস লুইস এনরিকে বলেছেন, মেসির মত কেউই দলে নেই। আর দল হিসেবে আমাদের মূল লক্ষ্যই হলো যতটা সম্ভব লিওর দিকে খেয়াল রাখা। দলের প্রয়োজনের যেকোন পজিশনে সে খেলতে পারে। মাঠে কি হচ্ছে তা সকলের কাছে ব্যাখ্যা করার তার দারুণ ক্ষমতা রয়েছে।


নতুন কাগজ | জহির আল মামুন

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন