Natun Kagoj

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ১০ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ৪ঠা মুহাররম, ১৪৩৯ হিজরী

হাইতিতে ম্যাথিউর আঘাতে নিহত ৩৩৯

আপডেট: ০৭ অক্টো ২০১৬ | ১৭:০০

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%89%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%98%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8

কাগজ ডেস্ক: হাইতিতে ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯ জনে। এর আগে ২৮৩ জন নিহতের কথা জানিয়েছেল দেশটির সরকার। শুধুমাত্র দক্ষিণাঞ্চলেই নিহতের সংখ্যা ৫০। খবর-বিবিসি।

এর আগে বৃহস্পতিবার নিহতের সংখ্যা ১০০ বলে জানিয়েছিল হাইতির সরকার। মঙ্গলবার আছড়ে পড়া এ ঝড়ের কারণে দেশটির প্রধান শহর জেরেমির প্রায় ৮০ শতাংশ ভবন ধসে পরেছে। ৩০ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে।

নিহতের বেশিরভাগেরই ‍মৃত্যু হয়, ঘরের ছাদ, গাছ কিংবা উড়ে আসা বাড়ির খণ্ডাংশের কারণে। এছাড়া মঙ্গলবার একটি ব্রিজ ভেঙে যাওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ওই অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন যুক্তরাষ্ট্রের বাহামা ও ফ্লোরিডা উপকূলের দিকে সরে যাচ্ছে। ম্যাথিউয়ের প্রভাবে যুক্তরাষ্ট্রেও ১৫ লাখের বেশি মানুষ ঘর ছেড়েছেন।

দেশজুড়ে প্রায় সাড়ে তিন লাখ মানুষের ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। আমেরিকান রেড ক্রসের এক মুখপাত্র বলেন, তাদের প্রথম কাজ হবে সারাদেশে নেটওয়ার্ক ফিরিয়ে নিয়ে আসা। এতে করে সহায়তা পৌঁছে দিতে সহজ হবে।


নতুন কাগজ | জহির আল মামুন

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন