Natun Kagoj

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

সড়কে বেনাপোল বন্দরের গাড়িচালক নিহত

আপডেট: ২২ জুন ২০১৭ | ১৮:০০

নতুন কাগজ প্রতিনিধি: ভারতগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বেনাপোল বন্দরের উপ-পরিচালকের গাড়ির চালক নিহত ও আহত হয়েছেন দু’জন। আজ বৃহস্পতিবার সকালে যশোর বেনাপোল সড়কের শার্শা উপজেলার শ্যামলাগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক জাহিদুল ইসলাম (৪০) খুলনার ডুমুরিয়া সদরের মোতালেব হোসেনের ছেলে।

এ নিয়ে শার্শা থানার ওসি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম বন্দরের জিপে করে যশোর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আগরতলা-ঢাকা-কলকাতা রুটের একটি ভারতীয় বাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জিপ চালক জাহিদুলের মৃত্যু হয়।ওসি আরো বলেন, বন্দরের উপ-পরিচালক আমিনুল ইসলাম ও তার দেহরক্ষী আনসার সদস্য সাইফুল ইসলামকে আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, দুর্ঘটনার পর নাভারন হাইওয়ে পুলিশ ওই বাসের চালক বিশ্বজিৎকে আটক করে এবং বাসটি থানায় নিয়ে যায়। ওই বাসে ৩৫ জন যাত্রী ছিলেন এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের বিকল্প ব্যবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে বলে নাভারন হাইওয়ে পুলিশের এসআই আফজাল হোসেন জানিয়েছেন।


নতুন কাগজ | জহিরুল আলম

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন