Natun Kagoj

ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে নভেম্বর, ২০১৭ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল-আউয়াল, ১৪৩৯ হিজরী

সিলেটে বাস খাদে, নিহত ৩,আহত ১৫

আপডেট: ১৭ সেপ্টে ২০১৬ | ১৩:২৪

%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বাস খাদে পড়ে শুভা (১০) ও তানিয়া (৬) নামে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার  সকাল সাড়ে ১০টার দিকে সিলেটে-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভা ও তানিয়া গোলাপগঞ্জের গোয়াসপুর গ্রামের কয়েস মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, সকালে সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাস সিলেটে-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইবোনসহ তিনজনের মৃত্যু হয়।

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী  বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নতুন কাগজ | এডমিন

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন