Natun Kagoj

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

সিরাজগঞ্জে বাসচাপায় নিহত ১

আপডেট: ০১ এপ্রি ২০১৭ | ১১:২৮

 

নতুন কাগজ প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাসচাপায় মনিরুল ইসলাম (২২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার সয়দাবাদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই জিয়াউল হক জানান, সকালে বাইসাইকেলে করে বাড়ির কাছে সয়দাবাদ মোড় পার হচ্ছিলেন মনিরুল। এসময় একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।


নতুন কাগজ | জহিরুল আলম
 বিজ্ঞাপন