Natun Kagoj

ঢাকা, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ | ১ পৌষ, ১৪২৪ | ২৫ রবিউল-আউয়াল, ১৪৩৯

সাতক্ষীরায় আটক ৭৫ জন : মাদক উদ্ধার

আপডেট: ২৮ আগ ২০১৭ | ১৩:৫৬

নতুনকাগজ প্রতিনিধি : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ আভিযানে বিএনপি-জামায়াতের ৪ জন নেতা-কর্মীসহ ৭৫ জানকে আটক করা হয়েছে। এ সময় ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন-কালিগঞ্জ উপজেলার শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ এবং পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের জামায়াতের রোকন আজিজুল ইসলাম ও বোরহান উদ্দীন।
রবিবার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানান,সাতক্ষীরা সদর থানা থেকে ৫০ জন,কলারোয়া থানা ০৭ জন,তালা থানা ০৩ জন,কালিগঞ্জ থানা ০৪ জন,শ্যামনগর থানা ০২ জন,আশাশুনি থানা ০৩ জন,দেবহাটা থানা ০৩ ও পাটকেলঘাটা থানা থেকে ০৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন-আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।


নতুন কাগজ | news editor

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন