Natun Kagoj

ঢাকা, রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৯ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ৩রা মুহাররম, ১৪৩৯ হিজরী

শাহজালালে গোয়েন্দা সামগ্রীসহ রোবট জব্দ

আপডেট: ১৯ সেপ্টে ২০১৬ | ১৪:০২

%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%9fকাগজ প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের একটি বিশেষ ‘হেলথ কেয়ার রোবট’ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। একইসঙ্গে গোয়েন্দা ডিভাইস ও নেটওয়ার্কিং সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

মিথ্যা ঘোষণা দিয়ে খেলনা ও কম্পিউটার সামগ্রী হিসেবে খালাসের চেষ্টাকালে এয়ারফ্রেইট ইউনিটের বাইরে থেকে গত ৮ সেপ্টেম্বর আটকের পর আজ  সোমবার এসব উদ্ধার করা হয়বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান গণমাধ্যমকে জানান,আমদানি নীতি অনুযায়ী রোবট মেডিক্যাল ডিভাইস হিসেবে ওষুধ প্রশাসনের এবং নেটওয়ার্কিং ডিভাইস বিটিআরসির অনুমোদন ব্যতিরেকে আমদানিযোগ্য নয়।

তিনি আরো জানান,গত ৮ সেপ্টেম্বর শাহজালালের এয়ারফ্রেইটের ১ নং গেট দিয়ে বের করার পর শুল্ক গোয়েন্দা কর্তৃক পণ্য চালানটি সাময়িক আটক করা হয়।এতে ৩২৫ কেজির ২৪টি কার্টন পাওয়া যায়।আজ  সংশ্লিষ্টদের উপস্থিতিতে পরীক্ষা করে এ ধরনের অনিয়ম উদঘাটন হয়।

%e0%a6%95%e0%a6%b2%e0%a6%ae

মহাপরিচালক জানান,চালানটি থেকে ১টি রোবট,১২০টি স্মার্ট ওয়াচ (সিম স্লট সংযুক্ত), ১০টি মিনি ডিজিটাল ও ২৫টি পেনক্যামেরা (গোয়েন্দা ডিভাইস),৬৩টি ইথারনেট সুইস, ২৫টি এন্টেনা, ১৯টি বেজ স্টেশনসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সামগ্রী পাওয়া যায়।রোবটের প্যাকেটে লেখা আছে ‘হেলথ কেয়ার রোবট’।এতে রিমোট কন্ট্রোলসহ ক্যামেরা ও মিউজিক বক্স সংযুক্ত করা আছে।

এই রোবট উন্নত দেশে মেডিকেল সেবায় ব্যবহৃত হয়। তবে এর অপব্যবহার রোধে যেকোন মেডিকেল ডিভাইস আমদানির পূর্বে ওষুধ প্রশাসনের অনুমতি নিতে হয়। এই রোবট আমদানিতে অনুমতি ছিল না।
অন্যদিকে ইন্টারনেট সার্ভিস প্রদানের ক্ষেত্রে আটক নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করা হয় এবং এজন্য বিটিআরসির অনুমোদন গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে তা পালন করা হয়নি।এসব সামগ্রী ফ্রিকোয়েন্সির মাধ্যমে ব্যবহারযোগ্য।
ডিজি জানান,বিল অব এন্ট্রি অনুযায়ী পণ্যগুলোর আমদানিকারক হলেন শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটের চট্টগ্রামের মেসার্স গ্লোবাল কমিউনিকেশন্স।সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল মেসার্স কুম ট্রেডার্স। চালানটি চীন থেকে EY960 বিমান যোগে ঢাকায় অবতরণ করে।


নতুন কাগজ | উৎপল দাশগুপ্ত

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন