Natun Kagoj

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ১০ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ৪ঠা মুহাররম, ১৪৩৯ হিজরী

শরীর দেখানো যেতেই পারে: শ্রুতি

আপডেট: ২৪ আগ ২০১৭ | ১৫:১৬

বিনোদন ডেস্ক: বিখ্যাত বলিউড অবিনেতা কমল হাসান কন্যা শ্রুতি হাসানের ‘শরীর দেখানো’ নিয়ে কোন সংস্কার নেই।

শ্রুতি মনে করেন, ফিটনেস ভালো হলে শরীর দেখানো যেতেই পারে।

তামিল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করে খোলমেলা অভিনয়ের জন্য বেশ বিতর্কিত ছিলেন শ্রতি। প্রথম ছবিতেই অর্ধনগ্ন হয়ে পর্দায় আসেন তিনি। তার ধারা বজায় থাকে পরের ছবিগুলোতেও। এরপর বলিউডেও অভিষেক হয় শ্রুতির। বেশ কিছু ছবিতেই তিনি অভিনয় করেছেন, সেগুলোতেও সেক্সসিম্বল ইমেজ বজায় রেখেছেন তিনি।


নতুন কাগজ | উৎপল দাশগুপ্ত

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন