Natun Kagoj

ঢাকা, মঙ্গলবার, ১৯শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৪ঠা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

বিজ্ঞাপনে মৌসুমী জাহিদ হাসান

আপডেট: ০৮ মার্চ ২০১৭ | ১২:৫৪

বিনোদন ডেস্কঃ প্রথমবার কোন বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেনজন প্রিয় অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী মৌসুমী।

দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে অভিনয় করলেও কখনও বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করা হয়নি তাদের। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে তারা একসঙ্গে অংশ নিয়েছেন।

জাহিদ হাসান ও অভিনেত্রী মৌসুমী নাফিস রেজা মনির পরিচালনায় এটি একটি ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপন কাজ করছেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে।

তিনি বলেন, ‘আবারো মৌসুমীর সঙ্গে কাজ করলাম, ভাল লাগছে। ওর সঙ্গে মূলত আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভাল। এজন্য কাজ করতে গিয়ে ভাল লাগে।’

নতুন এ বিজ্ঞাপনের গল্প নিয়ে জাহিদ হাসান আরো বলেন, ‘একেকটি টিভিসির গল্প তো একেকরকম, এখানেও বৈচিত্রতা রয়েছে। ছোট পরিসরের হলেও কাজটি নিয়ে দর্শকদের ভাল লাগবে আশা করছি। বিশেষে মৌসুমী ও আমার দুজনের জুটি নিয়ে।

বিজ্ঞাপনটিতে তাদের সঙ্গে আরও রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। সঙ্গীতায়োজন ও জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি।


নতুন কাগজ | রুমানা পারভিন

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন