Natun Kagoj

ঢাকা, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৭ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

আপডেট: ২২ মার্চ ২০১৭ | ১২:২৭

 

 

নতুন কাগজ প্রতিনিধি: ময়মনসিংহে ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার সকাল ১০টার দিকে জেলার তারাকান্দায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি জানান, আজ সকাল ১০টার দিকে ময়মনসিংহ-ফুলপুর রোডের তারাকান্দায় উত্তরা সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি। নিতি আরো বলেন, ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে ফুলপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই নারী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অন্তত ১৫ জন আহত হন। তাদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে তিনি জানান।


নতুন কাগজ | জহিরুল আলম

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন