Natun Kagoj

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

ফেসবুকের ‘সাংবাদিকতা প্রকল্প’ চালু

আপডেট: ১৩ জানু ২০১৭ | ১১:৩৮

ফেসবুকের ‘সাংবাদিকতা প্রকল্প’ চালু

কাগজ ডেস্ক:‘সাংবাদিকতা প্রকল্প’ চালু করেছে ফেসবুক। ফেসবুকের সংবাদ অংশীদারিত্ব টিমের প্রধান হিসেবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদক, আলোচক ও উপস্থাপক ক্যাম্পবেল ব্রাউনকে নিয়োগের ঘোষণা দেওয়ার এক সপ্তাহের মধ্যেই নতুন এ প্রকল্পটি চালু করা হলো।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, নতুন এ প্রকল্পের অংশ হিসেবে ‘ইনস্ট্যান্ট আর্টিকেলস’, ‘৩৬০’ এবং ‘লাইভের’ মতো সংবাদ প্রদানের সাম্প্রতিক ফরম্যাটগুলোর উন্নতি সাধন করা হবে। ইনস্ট্যান্ট আর্টিকেল ব্যবহার করে ফেসবুক এমন একটি ফিচার পরীক্ষা করবে যা পাঠকদের পছন্দের সংবাদমাধ্যম থেকে একবারে কয়েকটি সংবাদ পড়ার সুযোগ করে দেবে।

সংবাদ সাক্ষরতা বিষয়টি প্রচারের জন্য থার্ড পার্টির সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ফেসবুক। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনকালীন প্রচারণার সময় ভুয়া সংবাদ ঠেকাতে ফেসবুক পদক্ষেপ না নেওয়ায় ব্যাপক সমালোচনা হয়েছিল। ফেসবুকের পরিচালক (পণ্য) ফিজি সিমো এক ব্লগ পোস্টে বলেন, ‘একটি সুস্থ সংবাদভিত্তিক বাস্তুসংস্থান গঠনে আমরা বদ্ধপরিকর।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


নতুন কাগজ | শারমিন আজাদ

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন