Natun Kagoj

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ১০ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ৪ঠা মুহাররম, ১৪৩৯ হিজরী

প্রথম ইনিংস শেষে বাংলাদেশ ৬ উইকেটে ২৫৩

আপডেট: ০৪ সেপ্টে ২০১৭ | ১৭:৫৩

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ২৫৩ রান।

আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। এই ম্যাচে টাইগার স্কোয়াডে ফিরেছে ব্যাটসম্যান মুমিনুল হক। তবে মিমি ফিরলেও সকাল থেকে অজি স্পিনার নাথান লায়নের স্পিন ঘুর্ণিতে চাপে পড়েছিল টিম বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট পতনের পরেও খাদের কিনার থেকে দলকে টেনে তুলেছেন মুশফিক-সাব্বির জুটি। দুজনের অর্ধশতকের পর শেষপর্যন্ত সাব্বির ফিরে গেলেও ক্রিজে টাইগার দলপতির সঙ্গে আছেন নাসির হোসেন।

এদিন লিওনের সাথে শেষ সময়ে যোগ দেন অ্যাস্টন অ্যাগারও। সাকিব আল হাসানের উইকেট তুলে নিয়ে কোনঠাসা করে ফেলেন টাইগারদের। তবে সাকিব আউট হওয়ার পর যে বিপর্যয় কাটিয়ে অসিদের ভালোভাবেই সামাল দিচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহীম এবং সাব্বির রহমান। দুজন মিলে অসি বোলারদের রীতিমত শাসন করতে শুরু করেন। দুজন মিলে গড়েন ১০৫ রানের জুটি। এরপর আবারও নাথান লিওনের ঘূর্ণি ফাঁদে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। এবার তার বলে স্ট্যাম্পিং হলেন দারুণ খেলতে থাকা সাব্বির রহমান। যদিও সাব্বিরের স্ট্যাম্পিং নিয়ে দারুণ সন্দেহ দেখা দিয়েছিল। তার স্ট্যাম্পটি যখন ম্যাথ্যু ওয়েড ভেঙে দেন, তখন সাব্বির উইকেটের লাইনের ওপরই ছিলেন। বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষেই যেতে পারতো। কিন্তু তা না করে টিভি আম্পায়ার আলিম দার আউটের ঘোষণা দিলেন সাব্বিরকে। ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বিদায় নিলেন সাব্বির।


নতুন কাগজ | উৎপল দাশগুপ্ত

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন