Natun Kagoj

ঢাকা, বুধবার, ১৭ জানুয়ারি, ২০১৮ | ৪ মাঘ, ১৪২৪ | ২৯ রবিউস-সানি, ১৪৩৯

প্রচারিত হচ্ছে ‘বাই সাইকেল প্রেম’র সিক্যুয়াল

বিনোদন ডেস্ক: দীপ্ত কমেডি ফেস্টের ‘বাই সাইকেল প্রেম ২’ প্রচারিত হচ্ছে ১৩ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৬ টায় এবং রাত ৯ টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে।

বাই সাইকেল চালানোই ওদের নেশা। এলাকায় বন্ধুদের নিয়ে গড়ে তোলা সাইকেলিং টিম নিয়েই যতসব কাণ্ডকারখানা ঘটে। এই রেশারেশি তো আবার প্রেম ভালোবাসা। কখনো বা দ্বন্দ্বে জড়িয়ে যায় অন্য গ্রুপের সাথে। পাগলাটে একদল তরুণের উদ্ভট আর মজার কাণ্ডকারখানা নিয়েই তৈরি হয়েছিলো নাটক বাই সাইকেল প্রেম। বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছিল ধারাবাহিকটি। বছর ঘুরতে না ঘুরতেই নির্মিত হচ্ছে এর সিক্যুয়াল নাটক ‘ বাই সাইকেল প্রেম ২।”

নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ মাহফুজ অভি ও পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। এতে অভিনয়ে আছেন তানিফ মৃধা, সাবিলা নূর, জাকি আহমেদ জারিফ, তাহসিফ মাহমুদ, রিফাত চৌধুরী, প্রিয়া বিপাশা, এফএস নাঈমসহ আরও অনেকে।


নতুন কাগজ | দ্যুতিদীপা নন্দী

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন