Natun Kagoj

ঢাকা, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ | ১ পৌষ, ১৪২৪ | ২৫ রবিউল-আউয়াল, ১৪৩৯

পরিচালক সমিতির আজীবন সদস্যপদ পেলেন আলমগীর

আপডেট: ০৬ আগ ২০১৬ | ০৫:২৭

আলমগীর

বিনোদন প্রতিবেদকঃ চলচ্চিত্র অভিনেতা আলমগীর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্যপদ পেলেন । তাছাড়া আরো তিনজন প্রবীণ নির্মাতাকে এই সদস্য পদ দেয়া হয়। তারা হলেন দেওয়ান নজরুল, আবদুল লতিফ বাচ্চু, মতিন রহমান।

বিএফডিসিতে এক সভায় তাকে আজীবন সদস্যপদ দেয়া হয়। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, প্রতি সেশনে আমরা কিছু সিনিয়র নির্মাতাদের আজীবন সদস্য করে থাকি। আজীবন সদস্য ১৫ জন ছিল। এরমধ্যে একজন মারা গেছেন। নতুন করে চারজন সদস্যকে আজীবন সদস্য করা হয়েছে। এখন আজীবন সদস্য সংখ্যা ১৮ জন।

চলচ্চিত্রের এই সংগঠনটি প্রতি দুই বছর অন্তর কিছু সংখ্যক সদস্যকে আজীবন সদস্যপদ প্রদান করে।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, আহ্বায়ক এস এ হক অলিক।


নতুন কাগজ | রুদ্র মাহমুদ

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন