Natun Kagoj

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ১০ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ৪ঠা মুহাররম, ১৪৩৯ হিজরী

নির্ধারিত মূল্যের বেশি দামে চামড়া কিনবে ট্যানারি মালিকরা

আপডেট: ০৪ সেপ্টে ২০১৭ | ১৬:১৬

নতুন কাগজ প্রতিবেদক: সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ১০ থেকে ১৫ শতাংশ বেশি দাম দিয়ে কাঁচা চামড়া কেনার ঘোষণা দিয়েছেন ট্যানারি মালিকরা। আগামী সপ্তাহ থেকে চামড়া কেনা শুরু করবেন তারা।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ)সভাপতি শাহীন আহমেদ।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহসহ অন্যান্য ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শাহীন আহমেদ বলেন, এবার ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী কাঁচা চামড়া কিনতে ঋণ দেয়নি। তাই নগদ টাকার সংকট থাকায় চামড়া কিনতে অগ্রিম অর্থ দিতে পারিনি। এ কারণে পাইকারি ও মৌসুমী ব্যবসায়ীরা সুবিধামতো বিভিন্ন দরে চামড়া কিনেছেন। তবে এবার চামড়ার দাম কম হওয়ায় কোরবানির পশুর চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানান তিনি। এজন্য আগামী একমাস যাতে চামড়া পাচার না হয়, সে ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন টানারি ব্যবসায়ীরা।

এবার সরকারিভাবে কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা ও ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২২ টাকা ও বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকা নির্ধারণ করা হয়।


নতুন কাগজ | উৎপল দাশগুপ্ত

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন