Natun Kagoj

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ১০ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ৪ঠা মুহাররম, ১৪৩৯ হিজরী

তৈলাক্ত ত্বকের যত্নে টোনিং

আপডেট: ২৮ আগ ২০১৭ | ১৩:৫৭

লাইফস্টাইল ডেস্ক: ত্বকের যত্নের মূল পদ্ধতি হচ্ছে ক্লিঞ্জিং, এরপর টোনিং এবং ময়েশ্চারাইজিং। ক্লিনজিং এবং ময়েশ্চারাইজিং সম্পর্কে কমবেশি জানা থাকলেও জানলেও টোনিং বা টোনারের ব্যবহার সম্পর্কে অনেকেরই ধারণা নেই।

অনেকে মনে করেন, ক্লিনজিং মিল্ক বা ক্লিনজিং ক্রিম ব্যবহার করলেই ত্বকের সমস্ত নোংরা বের হয়ে যায়। কিন্তু তা সত্য নয়, ত্বকের ময়লা পরিষ্কার করতে আমাদের অবশ্যই টোনারের সাহায্য নিতে হবে। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক, তাদের জন্য এটি খুবই জরুরি। টোনিং সাধারণত সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর এবং মেকআপ বা ময়শ্চারাইজার লাগানোর পূর্বে ব্যবহার করা হয়। টোনার গভীর থেকে ময়লা দূর করে ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে। এটি মুখের লোমকূপ গুলোকে ছোট করে এবং অত্যাধিক তৈলাক্ত উপাদান গুলো বের করে দেয়। নিয়মিত ব্যবহারে ত্বকের উপরিভাগে সুরক্ষা কবচ তৈরি হয়। ফলে ত্বক হয়ে ওঠে আরও মসৃণ ও উজ্জ্বল।

তৈলাক্ত ত্বকের যত্নে কিছু ঘরোয়া টোনার-


নতুন কাগজ | উৎপল দাশগুপ্ত

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন