Natun Kagoj

ঢাকা, শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ | ১ পৌষ, ১৪২৪ | ২৬ রবিউল-আউয়াল, ১৪৩৯

ঢাকার হাসপাতালে ভর্তি হলেন হেফাজতের আমির

আপডেট: ০৬ জুন ২০১৭ | ১৮:৪৩

নতুন কাগজ প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে ঢাকার একটি বেসরকারি হাসপাতলে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে আহমদ শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় এনে গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বলে হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম জানিয়েছেন।

হেফাজতের আমিরের সঙ্গে তার ব্যক্তিগত সহকারী ছাড়াও বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফও ঢাকায় এসেছেন।

মাওলানা ইউসুফ গণমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে উনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ঘণ্টা খানেক পরে সর্বশেষ পরিস্থিতি জানতে পারব।

৮৯ বছর বয়সী হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারীতে অবস্থিত কওমি মাদ্রাসা দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালকও।

গত ১৮ মে শারীরিক দুর্বলতা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আহমদ শফী নগরীর প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে সিসিইউতে তাকে কয়েকদিন রাখা হয়।

সে সময় আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ স্বাস্থ্য পরীক্ষায় তার কোনো সমস্যা না পাওয়ার কথা জানিয়েছিলেন। চিকিৎসকের অনুমতি নিয়ে মাদ্রাসায় ফেরার কথাও ছিল তার।

কিন্তু পরে আর মাদ্রাসায় ফেরেননি তিনি। সেই থেকে  ওই হাসপাতালেই ছিলেন আহমদ শফী।


নতুন কাগজ | রুদ্র মাহমুদ

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন