Natun Kagoj

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

‘জগ্গা জসুস’ ছবির গান প্রকাশ

আপডেট: ০৩ জুন ২০১৭ | ১১:৪৫

বিনোদন ডেস্কঃ ‘প্রেমের’ সম্পর্ক ভেঙে গিয়েছিল তাদের। কিন্তু তাতে পেশাদারিত্ব একটুও নষ্ট হয়নি রণবীর কাপুর ও ক্যাটরিনা কইফের। সেই আবহেই অনুরাগ বসুর ‘জগ্গা জসুস’-এর শুটিং করেছেন দুজনে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক।

এর মধ্যেই মুক্তি পেল এ ছবির প্রথম গান ‘উল্লু কা পাঠা’। অমিতাভ ভট্টাচার্যের কথায় এই গানে সুর দিয়েছেন প্রীতম। অরিজিত্ সিংহ ও নিকিতা গাঁধীর গাওয়া গানটি ইতিমধ্যেই পছন্দ হয়েছে দর্শকদের।

রণবীর-ক্যাটরিনার অদ্ভুত নাচের স্টেপ, সঙ্গে জিরাফ, জেব্রা, এমু পাখির উপস্থিতি গানটিকে ভিস্যুয়ালি অন্য মাত্রা দিয়েছে। এই কমেডি ড্রামার প্রধান চরিত্র জগ্গা খুঁজে বেড়াচ্ছে তার হারিয়ে যাওয়া বাবাকে। এ ভাবেই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। সব কিছু ঠিক থাকলে আগামী ১৪ জুলাই মুক্তি পেতে পারে ছবিটি। টাইমস অব ইন্ডিয়া।


নতুন কাগজ | রুমানা পারভিন

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন