Natun Kagoj

ঢাকা, মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০১৮ | ৩ মাঘ, ১৪২৪ | ২৮ রবিউস-সানি, ১৪৩৯

চামড়া কেনা শুরু করেছে ট্যানারিগুলো

নতুন কাগজ প্রতিবেদক: চামড়া কেনা শুরু করেছে ট্যানারিগুলো। এবার ৮০ লাখ পশুর চামড়া সংগ্রহ করা হবে। নির্ধারিত দামের চেয়ে প্রতি বর্গফুটে অতিরিক্ত ৫-১০ টাকা দিয়ে চামড়া কিনছেন ট্যানারি মালিকরা।

গতকাল শনিবার থেকে চামড়া সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী দেড় মাস চলবে। ট্যানারি মালিক ও আড়তদারদের সূত্রে  এ তথ্য জানা গেছে।

রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ চামড়া সংগ্রহ করা হবে। তবে নিয়ম অনুসারে প্রতি বছর কোরবানির চামড়া ১০ শতাংশ বাড়ে কিন্তু এবার কোরবানি কম হওয়ায় তা বাড়েনি।

জানা গেছে, সিন্ডিকেটের কারসাজি এবং মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়াদের দৌরাত্ম্যে এবার সরকার নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে চামড়া বেঁচাকেনা হয়েছে।

এবার সরকারিভাবে কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ৫০-৫৫ এবং ঢাকার বাইরে ৪০-৪৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২০-২২ এবং বকরির ১৫-১৭ টাকা নির্ধারণ করা হয়।

 


নতুন কাগজ | রুদ্র মাহমুদ

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন