Natun Kagoj

ঢাকা, বুধবার, ২০শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৫ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

কুয়ালালামপুরে মাদ্রাসায় ভয়াবহ আগুনে নিহত ২৫

আপডেট: ১৪ সেপ্টে ২০১৭ | ১১:৩০

 নতুন কাগজ ডেস্ক :  মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পবিত্র কোরআন শিক্ষার একটি স্কুলে অগ্নিকাণ্ডে শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়, ভোরে ‘দারুল কোরআন ইত্তিফাকিয়াহ’ নামে একটি তাহফিজ বোর্ডিং স্কুলে আগুন লাগে। কুয়ালালামপুর ফায়ার সার্ভিসের পরিচালক খিরুদিন ডিরহমান বলেন, ‘আগুনে ২৩ শিক্ষার্থী ও দুই তত্ত্বাবধায়কের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

তিনি আরো জানান, ‘তিনতলা বিল্ডিংয়ের ওপর তলাতেই আগুন লাগে। আগুনের লেলিহান শিখার মধ্যে আটকে পড়ে সকলে। তবে প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টের জেরেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গত ২০ বছরে এর চেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনি। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত চলছে।’ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

সুত্র: বিবিসি।


নতুন কাগজ | অনিল সেন

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন