Natun Kagoj

ঢাকা, বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৬ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ্জ, ১৪৩৮ হিজরী

ওবামার টুইটে লাইকের ইতিহাস সৃষ্টি

আপডেট: ২৪ আগ ২০১৭ | ১৬:৩৪

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পোস্ট করা একটি টুইট লাইক পাওয়ার ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করেছে।

একটা ছবি, ছবিতে একটি জানালা দিয়ে কয়েকটি শিশুকে দেখছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। শিশুগুলো একসাথে আছে কিন্তু তাদের গাত্রবর্ণ পৃথক। ছবিটির ক্যাপশনে লেখা নেলসন ম্যান্ডেলার উক্তি, “কোন শিশুই অন্য কারো বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না”।

ভার্জিনিয়ার শার্লোটসভিলে হামলার পর গত ১৩ আগস্ট বারাক ওবামার পোস্ট করা এই টুইটটিতে এখন পর্যন্ত লাইকের সংখ্যা ত্রিশ লাখ ছাড়িয়ে গেছে। বলা হচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ইতিহাসে এত লাইক এর আগে আর কোন টুইটই পায়নি।


নতুন কাগজ | উৎপল দাশগুপ্ত

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন