Natun Kagoj

ঢাকা, সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ১০ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ৪ঠা মুহাররম, ১৪৩৯ হিজরী

আবারো আলোচনায় হাবিব-তিশা

আপডেট: ২৮ আগ ২০১৭ | ১৩:০৬

বিনোদন ডেস্ক: সঙ্গীত শিল্পী হাবিব ও মডেল-অভিনেত্রী তানজিন তিশার সম্পর্ক নিয়ে বিতর্ক সবসময়ই ছিল। হাবিব-তিশা উভয়েই কখনো বিষয়টি অস্বীকার করেছেন আবার কখনো এড়িয়ে গেছেন।

সম্প্রতি মেডল-অভিনেত্রী তিশার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা একটি ছবি নিয়ে আবারো শুরু হয়েছে আলোচনা।

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে হাবিবের বাইকের পেছনের সিটে অন্তরঙ্গ ভঙ্গিতে বসা তিশা।

রেহান আরও লেখেন, যাক তিশা ভালো করলে, নিজেই প্রমাণ দিয়ে দিলে। প্রশ্ন থাকতে পারে, দুজন সেলিব্রেটি এমন ছবি তুলতেই পারে। কিন্তু এমন টাইমে কেন এই ছবি? আসলে এখন তিশার আসল চেষ্টা হাবিবকে বিয়ে করার। তাই এটা কেন, সামনে আরও কত ছবি তুমি দেবে। যেসব তুমি সংরক্ষণ করে রেখেছ ডকুমেন্ট (প্রমাণ) হিসেবে। দীর্ঘ স্ট্যাটাসে রেহান আরও কিছু গুরুতর অভিযোগ তোলেন তিশার বিরুদ্ধে।


নতুন কাগজ | উৎপল দাশগুপ্ত

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন