Natun Kagoj

ঢাকা, রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০১৭ ইং | ৯ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ | ৩রা মুহাররম, ১৪৩৯ হিজরী

অ্যাপল বানাচ্ছে ওএলইডি টাচ প্যানেলযুক্ত ম্যাকবুক প্রো

আপডেট: ১২ আগ ২০১৬ | ০৪:৪৪

ওএলইডি টাচ প্যানেলযুক্ত ম্যাকবুক

কাগজ ডেস্কঃ আইফোন ৭ সেপ্টেম্বরের ৭ তারিখে উন্মুক্ত হবে। তবে এরই সাথে অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপের নতুন মডেল ছাড়ার কথা ভাবছে। সম্প্রতি সংবাদমাধ্যম ব্লুমবার্গে সাংবাদিক মার্ক গার্মান এক প্রতিবেদনে জানিয়েছেন, দীর্ঘ ৪ বছর পর বড়সড় আপগ্রেড নিয়ে বাজারে আসছে ম্যাকবুক প্রো। অ্যাপলের পণ্য সম্বন্ধে মার্ক গার্মানের আগাম প্রতিবেদন বিশ্বাসযোগ্য কেননা তার আগের প্রতিবেদনের ধারণাগুলো সত্য হয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়, আইফোন ৭ উন্মোচনের দিনেই ম্যাকবুক প্রো উন্মুক্ত করা হবে না। তবে অ্যাপল ল্যাপটপটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানায়, অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো উপরের দিকে ওএলইডি টাচ প্যানেলসহ বাজারে আসবে। টাচ প্যানেল ম্যাকবুকের ঐতিহাসিক ফাংশন কিগুলোকে বিলুপ্ত করবে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষুদ্রতর ডিসপ্লেগুলো অনেক ফাংশনই উপস্থাপন করবে। এর আগে কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-ছি কুও এরকম তথ্যই জানিয়েছিলেন। জুন মাসে, কাল্টঅফম্যাক ম্যাকবুকে ওএলইডি টাচ বারের ছবি প্রকাশ করেছিল। ছবিগুলো চীনে অ্যাপলের উৎপাদনকারী অংশীদারদের থেকে পাওয়া গিয়েছিল। তাছাড়া প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ম্যাকবুক প্রো সিরিজে ইউএসবি-সি টাইপ কানেক্টর থাকবে।

তাছাড়া সংবাদমাধ্যম ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ম্যাকবুক প্রো ল্যাপটপে শক্তিশালী এএমডি গ্রাফিক প্রসেসর যুক্ত করবে। তবে এএমডি এ ব্যাপারে মিডিয়াতে মুখ খোলেনি। তবে নতুন ম্যাকবুক প্রো ল্যাপটপটি পূর্বেকার ম্যাকবুক থেকে কিছুটা পাতলা হবে। তবে ম্যাকবুক এয়ার বা নতুন ম্যাকবুকের মতো অতোটা পাতলা হবে না। তবে চাপ পরিমাপক টাচ প্যানেল এবং টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে বলেও জানায় ব্লুমবার্গ।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস


নতুন কাগজ | শারমিন আজাদ

সংশ্লিষ্ট সংবাদ

Loading Facebook Comments ...
 বিজ্ঞাপন